প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লার সিনিয়র সাংবাদিক শাহীন মির্জা’র সহধর্মিণী নারী সাংবাদিক ‘শাহিদা আক্তার অনামিকা’ (৫০) শুক্রবার সন্ধ্যা ৭.০৫ ঘটিকায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি কিডনি ও ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছেলেটি বর্তমানে উচ্চতর ডিগ্রীর জন্য অষ্ট্রেলিয়া অবস্থান করছেন।
শনিবার বার দুপুর ১২.৩০ ঘটিকায় কুমিল্লা শহরতলী ডুঁমুরিয়া চান্দপুর আমজাদিয়া জামে মসজিদে ১ম জানাজা ও বাদ যোহর কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাজা শেষে বৃষ্ণপুর নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আগামী মঙ্গলবার বাদ আসর শহরতলী ডুঁমুরিয়া চান্দপুর আমজাদিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার কূলখানি ও দোয়া মাহফিল অনুুুষ্ঠিত হবে।
প্র/স