স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়ার সার্বিক দিক নির্দেশনায় ২৯/০৭/২০২৩ তারিখ আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস), কুষ্টিয়া এর নেতৃত্বে দাঙ্গা প্রতিরোধে পুলিশ লাইন্সের বিশেষ ফোর্স, ডিবি এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ও ফোর্স থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সমূহ অবস্থান করে।