প্রভাত সংবাদ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়।
এতে আরও বলা হয়, বিকেল ৪টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে ‘গুম করা হয়েছে’ অভিযোগে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যেই আজ তাকে গ্রেপ্তারের খবর দিল র্যাব।
দে/রূ