প্রভাত সংবাদ ডেস্ক : করোনাকালে জরুরি ভিত্তিতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে শিক্ষার্থী, প্রবাসী, টিকাদানে ইচ্ছুক ও নতুন ভোটাররা অগ্রাধিকার পাচ্ছেন। সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যেও সপ্তাহে একদিন মঙ্গলবার অফিস খোলা রেখে এ সেবা দিচ্ছেন সংস্থাটির মাঠ কর্মকর্তারা।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১ কোটি গ্রাহককে অনলাইনে এনআইডি সেবা দেয়া হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।
ইসি সূত্র আরও জানায়, রাজধানীতে প্রতি মঙ্গলবার এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরে একেক থানা বা উপজেলা নির্বাচন অফিস একেক দিন সেবা দেয়ার জন্য অফিস খোলা রাখা হচ্ছে।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, গত ৭ জুলাই এক অনলাইন বৈঠকে মাঠ পর্যায়ে এনআইডি সেবা সতর্কতা অবলম্বন করে চালু রাখার সিদ্ধান্ত দেয় ইসি। এতে টিকা কার্যক্রম, বিদেশ গমন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইত্যাদির জন্য জরুরি ভিত্তিতে সেবা দিতে বলা হয়। সেজন্য কর্মকর্তারা সপ্তাহে একদিন অফিস খোলা রেখে স্বশরীরে কার্যক্রম পরিচালনা করছেন।
ভো/কা