মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া ঃ
কুষ্টিয়া কুমারখালী উপজেলার মধ্যে শেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন ৬ নং চাঁপড়া ইউনিয়নের জনগনের চেয়ারম্যান জনাব এনামুল হক মন্জু। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভার সংখ্যা এক বছরে
, সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কতৃক বিশেষ কার্যর্কম গ্রহন,পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কৌশর কালিন স্বাস্থ্যসেবা ও পুষ্টি গ্রহনে , উদ্ভউদ্ব করনের উদ্বোক গ্রহন। ইউ এইচ এন্ড এফ ডাব্লিউ সি এর উন্নয়ন কাজের অবদান ( ১) বছরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অংশ গ্রহন এর উপরে চাঁপড়া ইউনিয়নের চেয়ারম্যান সম্পুর্ন সঠিক সময়ে শতভাগ কাজ সঠিক নিয়মে করার কারনে মোট চারটি পয়েন্টে তিনি শ্রেষ্ট ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। এবিষয়ে ৬ নং চাঁপড়া ইউনিয়নের জনগনের চেয়ারম্যান জনাব এনামুল হক মন্জু বলেন এবিজয় শুধু আমার না এটা আমার পরিষদের সকল সদস্য কর্মকর্তা কর্মচারী ও আমার প্রানের ইউনিয়নের সাকল জনগনের সহযোগিতার কারনে এই অর্জন সম্ভব হয়েছে, আমার এই অর্জন আমার ইউনিয়নের জনগনের অর্জন তাই আমি সকল পেশার মানুষের কাছে আবার নতুন করে রিনি হয়ে গেলাম। আমি যেন সব সময় এই সকল জনগনকে সংঙ্গে করে কাজ করতে পারি এই কামনা সকলের প্রতি।