ইং ১৯ আগস্ট, ২০২৩,রাত্র ১২.৩৫ ঘটিকার সময় কুমারখালী থানা, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়ী ১। মোঃ হেলাল শেখ (৪০), পিতা-আঃ বারী শেখ, ২। মোঃ নবাব শেখ (৪২), পিতা-মৃত কাছের শেখ, ৩। মোঃ লোকমান শেখ (৫৪), পিতা-মৃত গেদাই শেখ, ৪। মোঃ শফিকুল বিশ্বাস (৩৬), পিতা-খেলাফত বিশ্বাস, ৫। মোঃ রজব আলী@ করম আলী, (৪২), পিতা-রহমত শেখ, ৬। মোঃ মধু প্রমানিক (৪৫), পিতা-মৃত মাহাতাব প্রামানিক, সর্ব সাং-এলঙ্গীপাড়া, ৭। মোঃ সুরুজ মোল্লা (৫০), পিতা-মৃত তাইজেল মোল্লা, সাং-এলঙ্গী চড়াইকোল, ৮। মোঃ শরিফুল ইসলাম (৩৫), পিতা-মৃত গনি শেখ, সাং-বরুলিয়া সর্ব থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াদের কে কুমারখালী থানাধীন এলঙ্গী গ্রামস্থ ক্লিক মোড় সংলগ্ন জনৈক মোঃ বিপুল এর চার চালা টিনের ঘরে উত্তর পাশের ঘর হইতে গ্রেফতার করা হয়। উপরোক্ত জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জামাদি (১) ০১ (এক) সেট ৫২ (বায়ান্ন) পিচ রঙিন জুয়া খেলায় ব্যবহৃত তাস, (২) নগদ পাঁচ হাজার তিনশত টাকা, (৩) একটি লাল সবুজ রংয়ের মিশ্রত প্লাষ্টিকের পাটি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে কুমারখালী থানা, কুষ্টিয়ার ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।