তাসীন তিহামী,তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের মেয়ের আঘাতে খুন হলেন বড় ভাই মুর্শিদ আলম(৫২)।
বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুর্শিদ আলম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর ছোট ভাই মুকবুল হোসেন পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলাচলের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় দুই ভাইয়ের মধ্যে বিতর্ক শুরু হয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুকবুলের ছেলে নুর নবী মোর্শেদ আলমের ছেলে মেহেদী হাসান ইমনকে ঘুষি মারে। পরক্ষনেই মুকবুল শাবল দিয়ে, তার ছেলে নুর নবী ইট দিয়ে আঘাত করে এবং মেয়ে সুমি আক্তার অন্ডকোষে লাথি মারলে মোর্শেদ আলম মাটিতে লুটিয়ে পড়ে। আহত মুর্শিদ আলমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, গাছ লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় নিহত মুর্শিদ আলমের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনার পর ছোট ভাই মুকবুল হোসেন পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্র/স