নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ৫০ হাজার দুস্থ মানুষকে রান্না করা খাবার দেবে মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ। সেদিন বাদ আসর দোয়া অনুষ্ঠানের পর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী ইউনিয়নে এ খাবার বিতরণ করা হবে।
গতকাল (২ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন ছাড়াও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে বৃক্ষ রোপণ ও দোয়া অনুষ্ঠান এবং ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেসা মুজিবের জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও ১৫ আগস্ট সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্র/স