প্রভাত সংবাদ প্রতিবেদক ।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ ৩০ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান রেডবুল এনার্জী ড্রিংকস উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা সিটি এলাকার দ্বিতীয় মুরাদপুরের মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), তেলিকোনা সাহাপাড়ার মৃত শিবুরঞ্জন সাহার ছেলে সুমন সাহা (৩৭), সুজানগরের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুলাই রাতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ী’দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া’র (৩৫) বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আসামী’দের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা মামলা রুজু করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্র /স