প্রভাত সংবাদ প্রতিবেদক।। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে ঈদ পরবর্তী সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনেও কুমিল্লা জেলা প্রশাসনের ৩৫ টি ভ্রাম্যমাণ আদালত জেলার সবকটি উপজেলায় অভিযান পরিচালনা করে ১৮৮টি মামলায় ১৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন ।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন হাট- বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সদর উপজেলায় ২০টি অটোরিক্সা গ্যারেজ ও চার্জিং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া লাঙ্গলকোট উপজেলায় ৪ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং লালমাই উপজেলায় ২টি সিএনজি আটক করা হয়।
সোমবার (২৬ জুলাই) সকাল হতে সারা দিন ব্যাপি জেলার ১৭ টি উপজেলায় মোট ৩৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ৭ টি টিম, পুলিশের ৫৭ টি টহল টিম, আনসার বাহিনীর ১ টি টিম, বিজিবি ৩ প্লাটুন, এবং র্যাব এর ১ টি টিম, গ্রাম পুলিশ ও স্কাউটস ১৩।
এছাড়া কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা জেলার ১৪০ জন দুর্দশাগ্রস্ত, ও খেটেখাওয়া দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
প্র/স