প্রভাত সংবাদ প্রতিবেদক ।। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে লকডাউন বাস্তবায়নে গেল এক মাসে (১জুলাই-৩১জুলাই পর্যন্ত) কুমিল্লা জেলা প্রশাসন ব্যাপক কার্যক্রম করে। বিশেষ করে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছিলো চোখে পড়ার মতো।
পুরো জুলাই মাস ব্যাপি কুমিল্লা জেলা শহর সহ ১৭ টি উপজেলায় মোট ৭৯০ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪,৫৯৩ টি মামলায় ৪,৬৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ২১ হাজার ৬০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন হাট- বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অর্থদন্ড করা হয়।
গত ১ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল হতে সারা দিন ব্যাপি জেলার ১৭ টি উপজেলায় মোট ৭৯০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর মোট ২৪৩ টি টিম, পুলিশের ১,২১৬ টি টহল টিম, আনসার বাহিনীর ৬৩ টি টিম, বিজিবি ৬৯ প্লাটুন, র্যাব এর ৩৭ টি টিম, গ্রাম পুলিশ ও স্কাউটস ২,০০৪ টি।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা জেলার ৩৫ হাজার ৭৪৪ জন দুর্দশাগ্রস্ত, ও খেটেখাওয়া দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
প্র /স