প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাঘবের এলাকায় বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায় , কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে ছত্রখীল পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) শরীফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার গভীর রাতে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাঘবের এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন (মঞ্জিল)কে আটক করে। সে ওই এলাকার আঃ মান্নানের ছেলে।
এস আই শরীফুর রহমান জানান, আটককৃত মনির হোসেন (মঞ্জিল) এর বিরুদ্ধে মাদক দ্রব্য পাচারের অভিযোগে ২০১১ সালে একটি মামলায় উক্ত ব্যক্তি দোষী প্রমানিত হওয়ায় চলতি বছরের ১৩ জানুয়ারী আদালত তাক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকেই সে পলাতক ছিলো।
এছাড়াও তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে মাদক, বিশেষ ক্ষমতা আইন ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার(২ জুলাই) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রভাত সংবাদ /র আ