নেকবর হোসেন, কুমিল্লা।। কুমিল্লায় ৭০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ আগস্ট) ভোরে র্যাবের একটি টিম জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে মো. ইমরান খান (২৭) ও একই উপজেলার শশীদল গ্রামের হারেজ মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩০)।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গাঁজার একটি বড় চালান যাচ্ছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭০ কেজি গাঁজাসহ মো. ইমরান খান ও মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা ও দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
প্র/স