প্রভাত সংবাদ প্রতিবেদক।। মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭তম দিনেও কুমিল্লা জেলা প্রশাসনের ৩৬ টি ভ্রাম্যমাণ আদালত জেলার সবকটি উপজেলায় অভিযান পরিচালনা করে ২১৫টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন হাট- বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অর্থদন্ড করা হয়।
বুধবার(৭ জুলাই) সকাল ৮টা হতে সারা দিন ব্যাপি জেলার ১৭ টি উপজেলায় মোট ৩৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ১৫টি টিম, পুলিশের ৫৬ টি টহল টিম, আনসার বাহিনীর ৫ টি টিম, বিজিবি ৩ প্লাটুন, এবং র্যাব এর ২ টি টিম, গ্রাম পুলিশ ও স্কাউটস ১০৪।
শুধু মাত্র কুমিল্লা শহর এলাকায় জেলা প্রশাসনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। জনাব মোঃ আশিক উন নবী তালুকদারের নেতৃত্বে টমছন ব্রিজ থেকে ইপিজেড এলাকা পর্যন্ত, জনাব শামীম আরা’র নেতৃত্বে পুলিশ লাইন থেকে আলেখারচর পর্যন্ত, সৈয়দা ফারহানা পৃথা’র নেতৃত্বে কান্দিরপাড়, টাউনহল এবং রানীরবাজার পর্যন্ত, জনাব তানজিমা আঞ্জুম সোহানিয়া’র নেতৃত্বে রাজগঞ্জ থেকে চকবাজার পর্যন্ত সমগ্র এলাকা, জনাব উম্মে মুসলিমা’র নেতৃত্বে সমগ্র সিটি কর্পোরেশন, জনাব কানিজ ফাতেমা’র নেতৃত্বে সমগ্র সিটি কর্পোরেশন, জনাব অতীশ সরকারের নেতৃত্বে সমগ্র সিটি কর্পোরেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা জেলার ৩৪৬ জন দুর্দশাগ্রস্ত, ও খেটেখাওয়া দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
প্রভাত সংবাদ /র আ