প্রভাত সংবাদ ডেস্ক : কুমিল্লায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জন্য গত শুক্রবার সিনোফার্মের ৭৮ হাজার ৪’শ টিকা এসে পৌঁছার একদিন পর শনিবার রাতে কুমিল্লায় এসে পৌছেছে ভায়াল মর্ডানার ১৩ হাজার ২০০ করোনা ভ্যাকসিন।
শনিবার রাতে জেলা ভ্যাকসিন সংরক্ষনাগারে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা এই ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফজালুর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ে ম্যাডিকেল অফিসার সৌমেন রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার সিনোফার্মের ৭৮ হাজার ৪’শ করোনা টিকা কুমিল্লায় এসে পৌঁছলে কুমিল্লা সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব হাজ্বী আ ক ম বাহাউদ্দীন বাহার তা গ্রহন করেন।
স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, দু’একদিনের মধ্যে এই ভ্যাকসিনগুলো নিবন্ধনকারীদের মধ্যে দেয়া শুরু হবে।
প্র/স