কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার দাউদকান্দি,লালমাই,চৌদ্দগ্রাম, বরুড়া ও দেবিদ্বারে ১ জন করে মারা গেছেন। তাদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ।
মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার ৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৩৬৪ জনে।
নতুন করে কুমিল্লায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৯১ জন, আদর্শ সদর উপজেলায় ১৬ জন, সদর দক্ষিণ ১৪ জন, বুড়িচংয় ৪১ জন, ব্রাহ্মণপাড়া ৪২ জন, চান্দিনা ৩৫ জন, চৌদ্দগ্রাম ৩৭ জন, দেবিদ্বার ৬২ জন, দাউদকান্দি ৬৩ জন, লাকসাম ১৩০ জন, লালমাইত ৮ জন, নাঙ্গলকোট ৫৫ জন, বরুড়া ৭৫ জন, মনোহরগঞ্জ ৪৩ জন, মুরাদনগর ৯৯ জন, মেঘনা ১৫ জন, এবং হোমনা উপজেলায় ২০ জন রয়েছেন।
একই সময় জেলায় নতুন করে সুস্থ্য হয়েছেন ২৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ৪৩১ জন।
প্র /স