প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা জেলায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড -১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ১৭ টি উপজেলার প্রতিটিতে ইউএনও, এসি ল্যান্ড এর নেতৃত্বে ৩৪ টি মোবাইলকোর্ট টিম কাজ করবে।
এছাড়া কুমিল্লা সিটিকর্পোরেশন এলাকায় ৬ টি টিমসহ ৮ টি টিম সকাল ৮ টা থেকে সারাদিন মোবাইলকোর্ট পরিচালনা করবেন।
সিটি কর্পোরেশন আর উপজেলা মিলিয়ে সম্ভাব্য মোট ৪০টি টিম আইন-শঙ্খৃলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে সারাদিন মোবাইলকোর্ট পরিচালনা করবেন।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়,শুধুমাত্র সিটিকর্পোরেশন এলাকায় ৬ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের দায়িত্ব বন্টন করা হয়েছে। এছাড়া মুরাদনগর ও দাউদকান্দি’ জন্য আরো দুই জনের দায়িত্ব বন্টন করা হয়েছে।
এরা হলেন, জনাব বাবলু সূত্রধর এর নেতৃত্বে রাজগঞ্জ থেকে চকবাজার পর্যন্ত সমগ্র এলাকা সহযোগীতায় থাকবে বিজিবি,
জনাব শামীম আরা পুলিশ লাইন থেকে
আলেখারচর পর্যন্ত সমগ্র এলাকা সহযোগীতায় থাকবে বিজিবি, জনাব এস,এম, মুস্তুাফিজুর
রহমান কান্দিরপাড়,টাউনহল এবং রাণীরবাজার পর্যন্ত সমগ্র এলাকা সহযোগীতা করবেন বিজিবি,
জনাব মাহমদুলু হাসান রাসেল টমছম ব্রীজ ইপিজেড পর্যন্ত সমগ্র এলাকা সহযোগীতা করবেন বিজিবি, জনাব ফাহিমা বিনতে আখতার সমগ্র সিটি কর্পোরেশন এলাকা সহযেগীতা করবেন আনসার, জনাব সৈয়দ ফারহানা পৃথা সমগ্র সিটি কর্পোরেশন এলাকা সহযোগীতা করবেন আনসার ও পুলিশ, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মুরাদনগর উপজেলা সহযোগিতা করবেন উপজেলা ব্যবস্থাপনা,জনাব এ, এইচ, এম ফখরুল দাউদকান্দি উপজেলা সহযগীতা করবেন বিজিবি।
প্র/স