প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (২৬ জুলাই) ভোর ৪টায় কুমিল্লা বুড়িচং উপজেলার সাদকপুর উত্তর পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম দাম্পত্য কলহের জের ধরে লাঠি দিয়ে স্ত্রী শাহিনুরের মাথায় আঘাত করে।
এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে শাহিনুরকে পরে থাকতে দেখে স্বামী জাহাঙ্গীরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বুড়িচং থানা পুলিশ এসে তাকে গ্রেফতার পূর্বক লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই ছেলেকেও থানায় নিয়ে আসা হয়েছে।
ঘাতক জাহাঙ্গীর কুমিল্লা বরুড়া উপজেলায় আনসার ব্যাটালিয়নে কর্মরত সদস্য ।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে।
প্র/স