প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ সুপার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জুলাই) অফিসার ইনচার্জ, ব্রাহ্মণপাড়া থানা নেতৃত্বে এসআই(নিঃ) জীবন কৃষ্ণ মজুমদার , এএসআই(নিঃ) কৃষ্ণ সরকার, এএসআই(নিঃ) আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল মোতালেব প্রঃ মোঃ তালেব(৩৫), মোঃ ইমন হোসেন(১৮), ও সাইফুল ইসলাম জাহাঙ্গীর(২৫)।
এ সময় তাদের নিকট হতে ১টি স্টিলের চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি স্টিলের সুইচ গিয়ার,১টি হাতুড়ি, ১টি লোহার রড, ১টি এস এস স্টিলের পাইপ, ২টি লোহার রডের ছেনা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৭/২০২১ইং, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু করা হয়।
এ ধরনের ডাকাতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
প্র/স