মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া ঃ
বুধবার (১৭ এপ্রিল ২০২৪) সকাল ১১টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রথমে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি একে একে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ পূর্বক ফোর্সের সার্বিক কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম সংশ্লিষ্ট বিষয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন এবং বাংলাদেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কসহ কুমিল্লা রিজিয়নের অন্যান্য আঞ্চলিক মহাসড়ক সমূহের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মার্চ ২০২৪ মাসে সংঘটিত অপরাধ গুলোর বিস্তারিত পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ, সাব ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য।