প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা হোমনা উপজেলার পঞ্চবটি মাজার সংলগ্ন এলাকায় একটি চারতলা দালানের ৩য় তলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮’শ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী দুই বাউল শিল্পীকে আটক করছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের পেইজবুক পেইজে পোষ্ট করা তথ্য থেকে জানা যায়,কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য কুমিল্লা জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপারের দিকনির্দেশনায় হোমনা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পঞ্চবটি মাজার সংলগ্ন একটি ৪তলা দালানের ৩য় তলার দক্ষিন পাশের ফ্ল্যাটে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভাড়াটিয়া স্মৃতি সরকার এবং মোঃ সুমন মিয়া দম্পতির শয়নকক্ষের ওয়ারড্রোবের ভিতরে থাকা স্মৃতি সরকারের ভ্যানিটি ব্যাগ হতে পলিথিনের প্যাকেটে রাখা ৩ হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আরো উল্লেখ্য করা হয়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী এলাকায় বাউল শিল্পী হিসেবে পরিচিত। তারা উভয়ে স্থানীয় পঞ্চবটি মাজারে বাউল গান গেয়ে থাকেন। বাউল গানের আড়ালে তারা উভয়ে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
প্র/স