মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পানের বরজে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত শুরু হয়।
পরে ফায়ার সার্ভিসের বেশ ৪টি ইউনিটের চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাহাদুরপুর ইউনিয়নের রায়টা, মাধবপুর, আড়কান্দি, মেঘনাপাড়া ও গোসায়পাড়ার বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। আগুনে পুড়ে গেছে পান বরজ ও ফসলি জমি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এ বিষয়ে কাজ করছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।