মোঃ হাসিব রাব্বি কুষ্টিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া শহর মজমপুর গেট সংলগ্ন মোবাইল ফোনে কথা বলতে বলতেই ট্রেনে কাটা পড়ে।
জানা যায় নিহত আব্দুল রশীদ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রামের ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত তক্কেল মন্ডলের ছেলে। সে সদর থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘটনাস্থলে আশেপাশের লোকজন জানান, রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটে। ট্রেনে কেটে তার মৃত্যু হলে প্রথমে তার পরিচয় পাওয়া যায়নি। কিছুক্ষণ পর নিশ্চিত করেন স্বজনরা।