কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) অভিযানে মাদকসহ আটক ২
কুষ্টিয়া সীমান্তে মাদকদ্রব্যসহ আসামী আটক করেছে বিজিবি ০৭ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর অধীনস্থ জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২ / ২ – এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ১। মোঃ সোহেল ( ৩৬ ) , পিতা – মোঃ মিল্টন , ২। মোঃ মনিরুল ইসলাম ( ৫০ ) , পিতাঃ রহিম শেখ উভয়ের ঠিকানা গ্রামঃ জামালপুর , পোষ্টঃ মহিষকুন্ডি , থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ০২ কেজি গাঁজা এবং ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে । আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করতঃ মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।