নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া-০৪ (কুমারখালি-খোকসা)আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্ত্তী।
মঙ্গলবার ঢাকাস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং দুপুরে জমা দেন।
এবিষয়ে জানতে চাইলে সুনীল কুমার বলেন ইতিমধ্যেই আমি কুমারখালি খোকসার প্রতিটি ইউনিয়নে ভোটারদের সাথে মতবিনিময় করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার করেছি। দলীয় মনোনয়ন পেলে জনসাধারণ এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই আসনটি তিনি শেখ হাসিনাকে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কুষ্টিয়া-০৪ সংসদীয় আসনকে একটি স্মার্ট, তথ্যপ্রযুক্তি নির্ভর অঞ্চল হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য বলে জানান।
উল্লেখ্য বাবু সুনীল কুমার চক্রবর্ত্তী ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন মানুষ। তিনি কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগ ও যুবলীগে গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন। কুষ্টিয়া জেলায় একজন ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।