স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম দক্ষিণপাড়া (খালপাড়া) গ্রামের মোঃ হাসান আলীর বাড়ির পাশে লিচু বাগান থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাদশা প্রামানিক (৩২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে খোকসা থানা পুলিশ।
আটককৃত বাদশা গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রামের মৃত ওমর আলীর ছেলে।
জানা গেছে, খোকসা থানা পুলিশের বিশেষ নজরদারি ও গোপন অভিযানের ভিত্তিতে বুধবার রাতে গোপগ্রাম দক্ষিণপাড়া (খালপাড়া) গ্রামের মোঃ হাসান আলীর বাড়ির পাশে লিচু বাগান থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় খোকসা থানার এসআই বিপুল কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স এ এস আই খাদিমুল গফফার ও মুশফিকুজ্জামান বাদশা প্রামানিককে গ্রেফতার করে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ইয়াবা কারবারি বাদশা প্রামানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামি বাদশা পরামানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।