প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । জব্দ করা হয় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত (ঢাকা মেট্রো-ন-১৫-৯৭৮৯) একটি পিকআপ ভ্যান।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আজগর ভূঁইয়ার ছেলে মকবুল হোসেন এবং একই গ্রামের মোতালিবের ছেলে মকবুল।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই শিলু বিকাশ বড়ুয়ার নেতৃত্বে শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৩ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশী করে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আজ (শনিবার) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্র/স