প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ জন করে মোট ২৬ জন গ্রাম পুলিশকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক টাইম লাইনে পোস্ট করা তথ্য থেকে জানা যায়,
আজ রবিবার (২৫জুলাই) স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চৌদ্দগ্রামের প্রতি ইউনিয়নের ২ জন করে মোট ২৬ জন গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এতে তিনি আরো লিখেন, বাইসাইকেল প্রাপ্তি চৌদ্দগ্রামের গ্রাম পুলিশকে আরও দক্ষ ও চৌকস করে তুলবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা জনাব মোহাম্মদ শওকত ওসমান মহোদয়। আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ আল আমিন সরকার, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যানদ্বয় ও ইউপি চেয়ারম্যানবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
প্র/স