প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া রাস্তার মাথা এলাকায় দ্রুতগতি সম্পন্ন একটি সন্দেহভাজন মাইক্রো (নোয়াহ) বাসে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা সহ
গাড়ীর চালককে আটক করেছে পুলিশ।
আটককৃত গাড়ী চালক আলমগীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হোসেনের খিল গ্রামের এরশাদ উল্লাহর ছেলে।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আরিফ হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া রাস্তার মাথা এলাকায় দ্রুতগতি সম্পন্ন একটি সন্দেহভাজন মাইক্রো (নোয়াহ) বাস আটক করে তল্লাশী চালিয়ে গাড়ীর চালক আলমগীরের কাছ থেকে বিশেষ কায়দায় বোতলে সংরক্ষিত অবস্থায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সহ গাড়ী চালক আলমগীরকে গ্রেফতার করা হয় এবং আটককৃত গাড়ীটি জব্দ করা হয় ।
পুলিশ জানায়, আটককৃত আলমগীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়’।
প্র/স