জাতীয় ভলিবল-২০২৩ কুষ্টিয়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সংবর্ধনাঃ
অদ্য ৩০ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ভলিবল-২০২৩ কুষ্টিয়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবউল আলম হানিফ, সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সংসদ সদস্য, কুষ্টিয়া-৪, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ এহেতেশাম রেজা, জেলা প্রশাসক, কুষ্টিয়া ও সভাপতি, জেলা ক্রীড়াসংস্থা, কুষ্টিয়া ।