স্টাফ রিপোর্টার
মঙ্গলবার ও বুধবার ১১ ও ১২ জুলাই দুই দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হাউজিং এটেস্ট মডেল স:প্রা:বি:,কুষ্টিয়া সদর, কুষ্টিয়া অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় মঙ্গলবার (১১ জুলাই) চিত্রাংকনে প্রথম স্থান অর্জন করেন ও সৃজনশীল নৃত্য (সাধারন) সেখানেও প্রথম স্থান অর্জন করেন এবং বুধবার (১২ জুলাই) সৃজনশীল নৃত্য (সাধারন) এখানে প্রথম স্থান অর্জন করেন মৃদুলা মেহেদী।
এছাড়া মৃদুলা মেহেদী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে, প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে, যেমন-কুষ্টিয়া পৌরসভা, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, মেধা, মেরিট স্কুল, বঙ্গ বন্ধু সাংকৃতিক পরিষদ ও খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় এবং অনেক প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরষ্কার অর্জন করেছেন।
মৃদুলা মেহেদী কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেনির ছাত্রী। অত্যান্ত ভালো নৃত্য ও চিত্র অঙ্কন করেন তিনি। তার বাবা এ্যাড : মেহেদী হাসান সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্টিয়া। এবং মাতা রুপা সিদ্দিকী একজন গৃহিনী।
সকলের কাছে মৃদুলা মেহেদীর জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেছেন তার পরিবার।