নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র সাথে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সার্বিক আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক ও কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক এহেতেশাম রেজা বলেন, প্রতিটি সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকা উচিত। গণতন্ত্র এমন একটি বিষয় যা নিজের ঘর, পরিবার ও সামাজিকভাবে চর্চা করতে হয়। মেয়াদ শেষের আগেই তফসীল ঘোষণা ও সকলের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে নির্বাচন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ‘র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মীর আল আরেফীন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, নির্বাহী সদস্য ফিরোজ কায়সার, হাফিজুর রহমান জীবন, চাঁদ আলী, ফয়সাল চৌধুরী, সুমন মাহমুদ, এইচ এম বেলাল, মাহমুদুল হক বাদল, জালাল উদ্দিন খোকন, রফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, ইসরাফিল, ফজলুল করিম টুটুল, সামরুজ্জামান সামুন, আরিফ খন্দকার, রাসেল হুসাইন, সোহেল রানা, হারুন অর রশীদ, চঞ্চল হোসেন, মারুফ রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।