প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা বহন করে পাচাঁর করার সময় একটি বাসে তল্লাসী করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি) একটি টিম রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকাগামী একটি সৌদিয়া সিলকী পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাসে (চট্টো-মেট্রো-ব ১১-১১৯১) তল্লাশী করাকালে ৪ জন বাসের যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা তাদের পেটের ভিতর পাকস্থলীতে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরে তাদেরকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্স-রে করলে জানা যায়,তাদের পেটের ভিতর ইয়াবা রয়েছ।
এরপর তাদেরকে ডিবি কার্যালয়ের হাজতখানায় নেয়ার পর তারা মলত্যাগ করলে ৩ জনের পেটের ভেতর থেকে একে একে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটের মোট ১৩০টি ক্যাপসল আকৃতির প্যাকেট বের হয়ে আসে।
প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে মোট ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার অপর মাদক ব্যবসায়ী আবদুল বাতেন নিজেকে একটি পত্রিকার (দৈনিক সবুজ বাংলা) সাংবাদিক বলে
পরিচয়পত্র দেখায় এবং সে সাংবাদিক পরিচয়ে ওই ৩ জনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে স্বীকার করেছে।
প্র/স