মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত চর লোকনাথপুর এলাকায়
গত বুধবার ১৩ ডিসেম্বর বিকাল ৫ টায় দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মোঃ মোফাজ্জেল হক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সিরাজ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,লোকনাথপুর ফেমাস ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম, সহ- সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জন নেতা মোফাজ্জেল হক কম্বল বিতরণ শেষে সাধারন জনগণেরর উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘ দিন যাবত বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দৌলতপুরের সর্বস্তরের জনগণের সেবা করে চলেছি এবং আগামীতে আপনাদের সহযোগিতা পেলে সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। তিনি তার বক্তব্যে, দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে তার পাশে থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।