কুষ্টিয়া প্রতিনিধি// কুষ্টিয়া দৌলতপুরের সোমবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে দৌলতপুর শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে, বে-সরকারী শিক্ষক কর্মচারী প্রতিনিধিদের সাথে বৈঠকে শিক্ষা মন্ত্রীর দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জাতীয়করণ দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সংগ্রাম পরিষদ কমিটির আহ্বায়ক মজিবর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সমন্বয়ক বি ডি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম হোসেন , মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নাসির উদ্দিন বিশ্বাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,রেফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন চৌধুরী , নূরুন নাহার, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, উতপল হোসেন, রিফাজ উদ্দিন, মেহেরুন নেছা সহ উপজেলার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
বিক্ষোভ সমাবেশে শিক্ষক রা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বে-সরকারী শিক্ষক কর্মচারী প্রতিনিধিদের সাথে বৈঠকে শিক্ষা মন্ত্রী যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং বে-সরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে । তা না হলে আমরা আর কঠোর আন্দোলন গড়ে তুলবো।কালেক্ট