কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যাক্তিকে ১০০ পিচ নিষিদ্ধ ১০০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটককৃত আবু বক্কর সিদ্দিক একই এলাকার মতিউর রহমানের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার এস.আই সেলিম রেজা সঙ্গীয় অফিসার নিয়ে উপজেলা বিসিক বাজার এলাকা থেকে বুধবার ভোর রাতে অভিযান পরিচালনা করে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আবু বক্কর সিদ্দিককে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আবু বক্কর সিদ্দিককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।