প্রভাত সংবাদ ডেস্ক : প্রচণ্ড গরমে হিমালয়ের কালো ভাল্লুক খেলছে বরফখন্ড নিয়ে। এটা নিয়ে গড়াগড়ি খাচ্ছে পানিতে। ভিডিওতে দেখা যাচ্ছে এতটুকুই। আর তা নিয়েই মেতেছেন নেটিজেনরা।
ভারতের বিভিন্ন অংশে দাবদাহ বয়ে যাচ্ছে। শিলিগুড়িতেও পড়ছে প্রচণ্ড গরম। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাফারি পার্কে গরমকে হারাতে জোর চেষ্টা চালাচ্ছে কালো ভাল্লুক ড্যাডি।
হিমালয়ের কালো ভাল্লুক হিমালয় অঞ্চলে পাওয়া এশিয়ান কালো ভাল্লুকের একটি উপপ্রজাতি।
নাদুসনুদুস ভাল্লুকটির ভিডিও ভারতীয় গণমাধ্যম এএনআই টুইটারে পোস্ট করার পর ছড়িয়ে যায় দ্রুত।
https://mobile.twitter.com/ANI/status/1413489862536093703
যু/