প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার দক্ষিণ পাড়া এলাকায় রাকিব হোসেন (২৪) নামে এক যুবক শশুর বাড়ীতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
জানা যায়,রাকিব হেসেনের বাড়ী ও শশুর বাড়ী একই গ্রামে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাকিব হোসেনের শশুড় আঃ মালেকের বাড়িতে গিয়ে সে বিষপান করলে তাকে শশুড় বাড়ির লোকজন ও অন্যান্যদের সহযোগীতায় দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ সেখানে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
রাকিব হোসেন বরুড়া উপজেলার ভাউকসার (মধ্য পাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এ বিষয়ে রাকিবের স্বজনরা জানান, রাকিব একই গ্রামের মালেকের মেয়ে সানজিদা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল।পরে তারা দুজনে গোপনে বিয়ে করে।প্রথমে দুই পরিবার মেনে না নিলেও পরে গত এক বছর পূর্বে দুই পরিবার মিলে অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা হয়। দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিলো। হঠাৎ করে গত কয়েক মাস পূর্বে রাকিবের স্ত্রী সানজিদা বাপের বাড়ি বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। রাকিবও বেশ কয়েক বার সানজিদাকে ফিরিয়ে আনতে শশুড় বাড়িতে যায়, কিন্তু সানজিদা রাকিবের বাড়িতে ফিরে আসে না। বৃহস্পতিবার দুপুরের পর রাকিব শশুড় বাড়িতে যায়।সন্ধ্যায় পৌনে ৬ টার দিকে রাকিবের শাশুড়ি ফোন করে রাকিবের স্বজনদের জানায়, রাকিব বিষ প্রাণ করেছে। খবর পেয়ে স্বজনরা রাকিবের শশুড় বাড়িতে গিয়ে দ্রুত তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়”।
পরে বরুড়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
প্র/স