স্টাফ রিপোর্টার
অদ্য ১৩ আগস্ট ২০২৩খ্রি. তারিখ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তনপুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৩ খ্রি. উপলক্ষ্যে কনস্টেবলহতে এএসআই(নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) হতে এসআই(নিরস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষার“প্যারেড” পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়অংশগ্রহণরত পরীক্ষার্থীদের প্যারেড, ট্রান আউট, ড্রিল এর উপর নিজ জ্ঞান ও দক্ষতা, ড্রিলেরকমান্ড, সাক্ষাৎকার, প্রভৃতি নেওয়া হয়। উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনকুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম,পিপিএম (বার), মহোদয়। পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), ঝিনাইদহ, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং জনাব পরিতোষ চন্দ্র বিশ্বাস, পৃুলশ পরিদর্শক (সশস্ত্র) পুলিশ লাইন্স, কুষ্টিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়া।