স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার বিকেলে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়ে উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৪৭ তম হত্যা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা জাতীয় যুব জোটের সহ-সভাপতি আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বকুল, জেলা জাতীয় কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাসদের অন্যতম নেতা মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের সঞ্চালকের ভূমিকা পালন করেন।
কর্নেল তাহের দিবসের উক্ত আলোচনা সভায় কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি শফিকুল ইসলাম শফি হাজী, সাধারণ সম্পাদক আবু হাসান আবু প্রমুখ উপস্থিত ছিলেন।