মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া :
২০১৬ সালের ১৮ ই নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন কুমারখালীর প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন মালিথা।
আজ তার ৭ম মৃত্যু বার্ষিকী। প্রয়াত নাসির উদ্দিনের স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আজ শুক্রবার বাদ জুম্মায় কুমারখালী রেলওয়ে স্টেশন জামে মসজিদে দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম। সেসময় উপস্থিত ছিলেন ২০১৬ সালের ১৮ ই নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাসিরের সাথে থাকা আহত সাংবাদিক এম এ ওহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন নোভা ক্লিনিকের পরিচালক আব্দুল আলীম বদর,কবি বাবুল পিয়ার, সাংবাদিক সাকিব আল হাসান, হেলাল উদ্দিন,সাজাহান বাবু , সাইফুল ইসলাম, তামিমসহ শতাধিক মুসল্লি বৃন্দরা।