মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া ঃ
বৃহস্পতিবার ( ৯ মে ২০২৪) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক ২২টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স মহাসড়কের শৃঙ্খলা, দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনগণের জামালের নিরাপত্তা নিশ্চিত কল্পে সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৭০টি প্রসিকিউশন দেওয়া হয় এবং এ সময় মহাসড়ক থেকে মহাসড়কে চলাচল নিষিদ্ধ ৪০টি থ্রি হুইলার আটক করে জব্দ তালিকা মূলে থানায় রাখা হয়।
এ ছাড়াও একই দিন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার নের্তৃত্ব সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সঙ্গীয় এসআই /রঞ্জু মোল্লা ও মোবাইল ডিউটির ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনী হতে ঢাকা গামী স্টার লাইন বাস ইলিয়টগঞ্জ থানাধীন কুটুমপুর এলাকায় তল্লাশি করে আসামী জাহাঙ্গীর হোসেন @ কামাল (৫০), পিতা মৃত আব্দুল মালেক
মাতা মৃত সাবেতুন বিবি, সাং লাউসার, মদনপুর, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ এর হেফাজত হতে দেড় কেজি গাঁজা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তা জব্দ করা হয়। এই সংক্রান্তে কুমিল্লা জেলার চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।