প্রভাত সংবাদ ডেস্ক : তৃণভোজী, মাংসাশী ও সর্বভুক- শ্রেণিতেই বিভক্ত প্রাণীকূল। এক শ্রেণি খায় ঘাস বা তৃণলতা। আরেকটি শ্রেণি খায় মাছ-মাংস। অন্য শ্রেণি তৃণলতা, মাছ-মাংস সবই খায়। বাঘ হচ্ছে মাংসাশী শ্রেণির প্রাণী। তবে চিরন্তন নিয়ম ভেঙে মাংসের বদলে মনের সুখে ঘাস খেয়ে যাচ্ছে একটি বাঘ।
সম্প্রতি বাঘের ঘাস খাওয়ার এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভারতের সাতপুরা টাইগার রিজার্ভ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বনে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে একটা বাঘ। সেখানকার কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে।
সাতপুরা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানায়, খাবার সহজে হজম করতে অনেক সময় বাঘ নরম ঘাস খেয়ে থাকে। কয়েকজন প্রাণী বিজ্ঞানী বাঘের কাছ খাওয়ার পেছনে একই কারণ রয়েছে বলে জানিয়েছেন।
এদিকে বাঘের ঘাস খাওয়ার ওই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
ডে/বা