মোঃ আনোয়ার হোসেন ;
কুষ্টিয়া জেলার সদর উপজেলার মিল পাড়ার কৃতি সন্তান দানবীর️ শেখ মোঃ ফজলে করিম (খোকা) একটি নাম নয়-একটি ব্যান্ড -সমাজের প্রতিটি সকল শ্রেনী পেশার মানুষের একটি মানবতার ফেরিওয়ালা ক্ষাত উন্নয়নের মহানায়ক নিস্বার্থ ভালোবাসার নেতার নাম
ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কাস এর সম্মানিত ব্যাবস্থাপনা পরিচালক,ব্যাবসাহীদের শীর্ষ সংগঠন, দি কুষ্টিয়া চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য, নিজ অর্থের অথ্যায়নে সমাজের প্রতিটা পদক্ষেপের অসংখ্য উন্নয়নের কারিগর ও মহানায়ক,অসহায় দারিদ্র্য গরীব দুঃখী মানুষের আপনজন, ভালোবাসার আত্মতৃপ্তির মানুষ,
কুষ্টিয়ার কৃতি সন্তান, ১০ নং ওয়ার্ড সহ শহরের বহু আগেই মসজিদ,মন্দির,রাস্তাঘাট,ড্রেন,,ঈদগাহ,মাদ্রাসা, স্কুল থেকে শুরু করে সমাজের প্রতিটি জায়গায় যার নিস্বার্থ নিজের অর্থায়ানে মানবতার উন্নয়নে,আধুনিক উন্নত সমাজ গড়ার লক্ষ্যে নিরলসভাবে নিঃস্বার্থ ভাবে নিজেকে উজার করে দিয়েছেন, তাই আজ সমাজ ও শহরের প্রতিটি শ্রেনী প্রেশার মানুষের ভালোবাসার আত্মতৃপ্তির মানবতার ফেরিওয়ালা ক্ষাত বিশিষ্টি শিল্পপতি,দানবীর,সমাজ সেবক, ব্যাবসাহী,রাজনৈতিক নেতা দানবীর শেখ মোঃ ফজলে করিম খোকা। সে সবার অন্তরের গহিনে জায়গা করে নিয়েছেন।কুষ্টিয়া জেলা সদর উপজেলার সর্বস্তরের জনগণ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।