ভেড়ামারা প্রতিনিধি
কয়ে দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে বাহাদুরপুর ইউনিয়নের বাঙ্গিড়মোড় কৈইগাড়ী পাড়া সংলগ্ন
একটি ধসে যাওয়া মরণফাঁদে পরিনত হয়ে যাওয়া রাস্তা চোখের সামনে বার বার আসছে। এই রাস্তাতে অসংখ্য মানুষের চলাচল অথচ কারো কোন মাথাব্যথা নেই মেরামত করার।
একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা জীবন রহমান মহন তখনি সিদ্ধান্ত নিলেন বহু মানুষের চলাচলের এই রাস্তাটি মেরামত করবেন। তার প্রাণের টিমের সাথে আলোচনা করলেন, সেই আলোচনা শেষে আজ সকালে শুরু হলো তাদের কার্যক্রম।।
লড়িতে করে ইটের রাবিশ নিয়ে – টিমের সবার অক্লান্ত পরিশ্রমে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। রাস্তাটির অবস্থাটা মরণফাঁদে পরিনত হয়েছিল। মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন টিমের সবাই কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তিনি বলেছেন,ভেড়ামারা উপজেলার আশেপাশের অসংগতি, অসহায় মানুষের পাশে থাকার জন্য
সৃষ্টি এই সংগঠন একটু মানবতার ছোঁয়া।
উল্লেখ ভেড়ামারা উপজেলার অসহায় মানুষের জন্য সুন্দর মহৎ কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি।