প্রভাত সংবাদ, বিনোদন ডেস্ক : সিনেমায় চিত্রনায়িকা পূর্ণিমার ব্যস্ততা অনেকটাই কমে গেছে। মাঝে ‘জ্যাম’ ও ‘গাংচিল’-এর শুটিং শুরু হলেও তা আটকে আছে করোনা পরিস্থিতির কারণে। কবে নাগাদ আবারও কাজ শুরু হবে বা মুক্তি পাবে সেটিও এখন অনিশ্চত। তবে নিয়মিত আলোচনায় রয়েছেন এই নায়িকা।
বিশেষ দিবস এলেই ছোটপর্দায় হাজির হন পূর্ণিমা। গত রোজার ঈদেও একাধিক নাটকে দেখা গেছে তাকে। তবে এবার আর দেখা নেই পূর্ণিমার। করোনার কারণে আপাতত শুটিং বন্ধ রেখেছেন। এ ছাড়া চলতি সপ্তাহে ১৫ দিনের জন্য নিউইয়র্ক পাড়ি দেবেন তিনি।
পূর্ণিমা বলেন, ‘করোনার জন্য গত বছর থেকেই কাজের সংখ্যাটা কমেছে। আর এই পরিস্থিতিতে কোথাও ঘুরতেও যেতে পারিনি। তাই ১৫ দিনের জন্য মেয়েকে নিয়ে নিউইয়র্ক যাচ্ছি। সেখানে আত্মীয়-স্বজনের সঙ্গে কাটাব। ঈদের আগেই দেশে ফিরব। কিন্তু তখন ঈদের শুটিংয়ের জন্য সময় থাকবে না।’
ঈদে কোনো নাটকে পূর্ণিমাকে দেখা না গেলেও দেশ টিভির পর্দায় ‘পূর্ণিমার আলো’র বিশেষ পর্ব নিয়ে হাজির থাকবেন। দেশের বাইরে যাওয়ার আগে ৬ পর্বের অগ্রিম শুটিং করেন তিনি।
অন্যদিকে, সিনেমা ও নাটকের পর এবার ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন পূর্ণিমা। অমিতাভ রেজার পরিচালনায় সিরিজটির নাম ‘মুন্সিগিরি’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েব সিরিজের জনপ্রিয়তা আমাদের দেশের বাড়ছে। অনেক নির্মাতা সেদিকে ঝুঁকছেন। এমনকি দারুণ কাজও হচ্ছে। এখন তো আগের মতো সিনেমাও হচ্ছে না। আর নাটকের বাজেটের কারণে সেখানেও গল্পে বিস্তৃত কম থাকে। সেই জায়গা থেকে ওয়েব সিরিজ দর্শকদের জন্য নতুন বিনোদনে কনটেন্ট এবং সবাই সেটা সাদরে গ্রহণ করছেন।’
স/আ