সুমন শেখ কুষ্টিয়া থেকে।।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম গেদু মোল্লার বড় ছেলে রাজন মোল্লার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি জানিয়েছেন রাজন মোল্লা ।
বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত,,দৌলতপুরে প্রবাসীর বাড়ি দখল করে রেখেছে রাজন মোল্লা , শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, তিনি বলেন প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ সেকুর স্ত্রী মোছাম্মদ শাহিদা বেগম বাড়িটা তার নামে থাকা অবস্থায় ২০১৮ সালে বাড়িটা বিক্রির উদ্দেশ্যে রাজন মোল্লার কাছে ১০ লক্ষ টাকা বায়না নেন ,বিষয়টি আব্দুল্লাহ সেকু অবগত আছেন এবং পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় টাকা ধার করেন আব্দুল্লাহ সেকুর স্ত্রী সাহিদা বেগম, পরে আব্দুল্লাহ সেকু সকল পাওনাদারের পাওনা এবং রাজন মোল্লার ১০ লক্ষ টাকা বায়না ফেরত দেওয়ার কথা ঙ্গীকার করে তার স্ত্রীর কাছ থেকে বাড়িটা তার নামে রেজিস্ট্রি করে নেই,পরবর্তী সময় আব্দুল্লাহ সেকু তার স্ত্রীর সাথে প্রতারণা করে এবং বাড়িটা দখল নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আব্দুল্লাহ সেকুর স্ত্রী শাহিদা বেগম স্থানীয়দের সহযোগিতায় বারবার সালিশ বিচার করে,পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে সালিশ করে বাড়িটা দখল নেন শাহিদা বেগম এবং পরবর্তীতে রাজন মোল্লা ও সকল পাওনাদারদের কাছে বাড়িটা হস্তান্তর করেন