প্রভাত সংবাদ প্রতিবেদক।। কুমিল্লা লাকসাম উপজেলার পরানপুর বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপভ্যানে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা ও সোনালী কালারের একটি চাকু উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। এ সময় ৩ জন মাদক
ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ঝালকাঠি পৌরসভার মনোহর পট্রি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আমানত হোসেন(৩৮), নলছিটি উপজেলা ফুল কাঠি গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে আরিফ হোসেন (৩২) ও কাউলিয়া উপজেলার বিসিক শিল্প এলাকার মৃত ইউনুস খানের ছেলে মেহেদী হাসান বাবু (২০)।
জানা যায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পরানপুর বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা ও সোনালী কালার একটি চাকু উদ্ধার করা হয়। সে সাথে ৩ জন মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা আরো ২ জন মাদক ব্যাবসায়ী কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ও পলাতক মাদক বয়বসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্র/স