স্টাফ রিপোর্টার
শনিবার (২২ জুলাই) রাত ১১দিকে জোড়খালী ইউনিয়নের ফুলজোড় আতামামারী গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জহুরুল ইসলাম জোড়খালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই এলাকার মৃত আশরাফ প্রামানিকের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জহুরুল ইসলাম তার ফুলজোড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মাহবুবুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যার সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।