প্রভাত সংবাদ ডেস্ক : একটি বাচ্চা হাতির ধুলোয় গড়াগড়ি খাওয়ার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে একটি হস্তিশাবককে দেখা যাচ্ছে ধুলো স্নান করতে। কখনও ধুলোয় বসে, কখনও শুঁড় দিয়ে ধুলো ছুড়ে মনের আনন্দে ধুলো মাখছে সে।
টুইটারে ওই ভিডিয়ো পোস্ট করেছিল কেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা শেলড্রিক ওয়াইল্ডলাইফ। সংস্থাটি অনাথ বন্যপ্রাণীদের দেখভাল করে। হস্তিশাবকের ধুলো স্নাানের ভিডিওটি পোস্ট করে তারা লিখেছে, ‘ধুলো স্নান একটা দারুণ মজার ব্যাপার। কিনেই-কে দেখলেই বুঝবেন। তবে এই ধুলো স্নানের উপকারিতাও আছে। ধুলো এই সব বন্য শিশুদের ত্বককে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচায়। তাই ধুলো স্নান ওদের দৈনিক রুটিনের মধ্যেই পড়ে।’
ভিডিওটি যে নেটাগরিকদের মন ভাল করে দিয়েছে, তা স্পষ্ট। কারণ পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রায় ৭০০০ বার দেখে ফেলেছেন টুইটার ব্যবহারকারীরা। লাইক করেছেন ১২ হাজার ব্যবহারকারী।
কিনেই নামের ওই হাতিটির ধুলো মাখার ভিডিওতে নানারকম মন্তব্যও করেছেন নেেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘কিনেই-এর আনন্দ দেখলে মন ভাল হয়ে যাবে।’ কেউ আবার লিখেছেন, ‘কিনেই-কে দেখে আমার ঘুম থেকে ওঠার সময় বিছানায় গড়াগড়ি দেওয়ার কথা মনে পড়ে যাচ্ছে।’
আ/বা